
অনলাইন ডেস্ক : ভারত ভ্রমণকারী কোন বাংলাদেশি ভারতে থাকাকালিন অসুস্থ হয়ে পড়লে সেখানে মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন। এজন্য তার প্রাথমিক ভিসাকে আর মেডিকেল ভিসায় রূপান্তর করতে হবে না। এছাড়াও ভারতে প্রবেশের আগে থেকেই রোগাক্রান্ত (অংগ প্রতিস্থাপন ছাড়া) এমন রোগীরা ইনডোরে চিকিৎসা নিতে পারবেন।
সোমবার (২৫ নভেম্বর) বরিশালে ভারতীয় ভিসা আবেদন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ভিসা অফিসের পক্ষ থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে, সোমবার সকাল ১১টায় নগরীর কাশিপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্নে ভারতীয় ভিসা অফিসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
আগামীতে বরিশাল থেকে ভারতে যাওয়ার জন্য ‘বরিশাল এক্সপ্রেস’ নামের নতুন পরিবহন সার্ভিস চালুর বিষয়টি বিবেচনার কথা বলে মেয়র বলেন, বরিশালে ভিসা অফিস চালু করার ফলে ভারতের ভিসার জন্য এ অঞ্চলের মানুষের এখন আর অন্য কোথাও যেতে হবে না। বরিশালে বসেই ভিসার আবেদন করতে পারবে।
ভারতীয় ভিসা সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশে (খুলনা) নিযুক্ত ভারতের অতিরিক্ত হাই কমিশনার রাজেশ কুমার রায়না, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান-বিপিএম (বার)।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বরিশাল সিটি করপোরেশনের মেয়র মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিকুর রহমান সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।