
এবিএস রনি, যশোর প্রতিনিধি : জাতীয় ও স্থানীয় প্রয়াত নেতাদের স্মরণে সড়কে বর্ণিল তোরণ। পদপ্রত্যাশী নেতাদের বাহারি ব্যানার-ফেস্টুনে শুভেচ্ছা বার্তায় ছেয়ে গেছে রাজপথ ও অলিগলি। ঈদগাহ ময়দানে ব্যাপক সাজসজ্জা। গোটা শহরে এমন আয়োজন যশোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে। আজ সকাল ১০টায় শহরের ঈদগাহ ময়দানে ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। ঈদগাহ ময়দানে ১৫ হাজার নেতাকর্মীর বসার ব্যবস্থা করা হয়েছে। আর সম্মেলনে শহরে লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন অনুষ্ঠানে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আর সম্মেলনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে পুলিশ ।











