ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল গাতীপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় শিশুসহ ৭ নারী পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২ টার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪জন পুরুষ, ১জন নারী ও দুইটি শিশু রয়েছে। এদের বাড়ি নড়াইল ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পে সুবেদার আব্দুল ওহাব জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।