বিনোদন ডেস্ক : আপনি কি ভারতীয়? যদি ভারতীয় হন তাহলে আপনার কাছে পাসপোর্ট নেই কেন? নেটিজেনদের এই প্রশ্ন একাধিকবার শুনতে হয়েছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে। ভারতীয় নাগরিক হয়ে কী করে তিনি কানাডিয়ান পাসপোর্ট ব্যবহার করছেন এতে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগীদের এমন সব প্রশ্নে বেকায়দায় পড়তে হল অভিনেতাকে। ওই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় কবে তিনি ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করবেন? উত্তরে অক্ষয় জানালেন, আমি পাসপোর্টের জন্য আবেদন করেছি। আমি একজন ভারতীয় কিন্তু সবসময় একজন ভারতীয় হওয়ার প্রমাণ যে এভাবে দিতে হবে তা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার স্ত্রী এবং বাচ্চারা ভারতীয়। আমি এখানেই থাকি এবং কর প্রদান করি।
কানাডা পাসপোর্ট থাকার বিষয়ে অভিনেতা আরও বলেন, ইন্ডাস্ট্রিতে একটা সময় ছিল যখন আমার ১৪টি ছবি ফ্লপ হয়ে যায়। এরপর আমি বুঝতে পারি আমার আর কিছু হবে না এখানে। আমার এক কাছের বন্ধু থাকেন কানাডায়। সে আমাকে সেখানে যাওয়ার পরামর্শ দিয়েছিল। এরপর আমি কানাডিয়ান পাসপোর্টের জন্য আবেদন করি এবং পেয়েও যাই। কিন্তু আমার ১৫তম ছবি বক্স অফিসে ভাল ব্যবসা করে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হল না। এখানেই থেকে গেলাম। আর পাসপোর্ট পরিবর্তনের বিষয়েও ভাবিনি।