আগামী বছরে যেমন হবে আইফোন

অনলাইন ডেস্ক : আগামী বছর স্মার্টফোনের বাজারে অন্য ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে নানা বৈচিত্র্য আর নতুনত্ব আনতে চলেছে ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। সারা বিশ্বে মোবাইল ফোনের বাজারে নেতৃত্বে থাকা টেক জায়ান্ট অ্যাপলও কম যাচ্ছে না। আসন্ন নতুন বছরে পাঁচটি মডেলের আইফোন বাজারে আনতে পারে মার্কিন প্রতিষ্ঠানটি।

বাজার বিশ্লেষক মিং সি কুয়ো সে আসন্ন নতুন বছর নিয়ে এমনই আভাস দিয়েছেন। তিনি বরাবরই অ্যাপলের ভবিষ্যৎ পণ্য নিয়ে পূর্বাভাস দিয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন।

জানা গেছে, টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের হয়ে আগামী বছরের সম্ভাব্য মোবাইল ফোনের বাজার নিয়ে একটি গবেষণা করেছেন মিং সি কুয়ো সে। তিনি ওই গবেষণায় আইফোন নিয়ে এমন বার্তা দিয়েছেন।

কুয়ো বলেন, ২০২০ সালের জন্য পাঁচটি নতুন মডেলের আইফোন আনার প্রস্তুতি নিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি নতুন বছরের শুরুর দিকেই দামে সাশ্রয়ী মডেলের একটি আইফোন বাজারে ছাড়তে পারে। এসই ২ নামের আইফোনটি বেশ কম মূল্যেই বাজারে পাওয়া যাবে। ফোনটিতে চার দশমিক সাত ইঞ্চি এলসিডি ডিসপ্লে থাকবে। ওই ফোনটির নকশায়ও বেশ অভিনবত্ব থাকবে।

এছাড়া আরও চারটি নতুন মডেলের আইফোন দিয়ে বিশ্ব বাজার মাতাতে পারে অ্যাপল। নতুন মডেলটির নাম হতে পারে আইফোন ১২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *