শার্শার বসতপুরে “বসতপুর প্রি-ক্যাডেট স্কুল” উদ্বোধন

এবিএস রনি, যশোর প্রতিনিধি : একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ  মোকাবেলার উপর সর্বোচ্চ গুরুত্ব রেখে স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর এলাকায় “বসতপুুর প্রি-ক্যাডেট স্কুল” উদ্বোধন করা হয়েছে।

বাগআঁচড়া ইউনিয়ন যুুবলীগের সভাপতি ও ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আলী আহম্মাদ মেম্বর প্রধান অতিথি হিসেবে “বসতপুর প্রি-ক্যাডেট” স্কুল টি উদ্বোধন করেন। ওই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান, আওয়ামীলীগ নেতা সহিদুল ইসলাম,  অস্তিত্ব- সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের পরিচালক সাংবাদিক এবিএস রনি। এছাড়াও উপস্থিত ছিলেন বসতপুর ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি মোঃ ফারুকে আজম রুমেল, বসতপুর ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন, যুবলীগ নেতা আবু হানিফ, মোঃ শামছুর রহমান, মোঃ মশিয়ার রহমান, মোঃ কামরুল হাসান, মোঃ আবু সাঈদ, মোঃ আরিফ হোসেন, অধরা ইলেক্ট্রনিক এর মালিক মোঃ আজিজুল ইসলাম । এতে অভিভবকদের উপস্থিতিতে “বসতপুর প্রি-ক্যাডেট স্কুল এর পরিচালক মোঃ নাজমুল হুসাইনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “বসতপুর প্রি-ক্যাডেট স্কুল” এর পরিচালক মোঃ নাজুমল হুসাইন বলেন, স্কুলটিতে মুলত: প্লে-গ্রুপ থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত এলাকার অসহায়, গরীব, মেধাবী ও শ্রমজীবী খেটে খাওয়া পরিবারের কোমলমতি শিশুদের স্বল্পমূল্যে/ বিনামূল্যে পাঠদানের সুব্যবস্থা রয়েছে এবং উদ্বোধনের মধ্যেদিয়ে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *