কুষ্টিয়া প্রতিনিধি :
উদ্ভূত পরিস্থিতিতে গত শনিবার বাসমালিক-শ্রমিকদের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক হলেও সেখান থেকে কোনো সমাধান আসেনি। তাই আজ আবারও কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাসমালিক ও শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসেন।
পরিবহন নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝিনাইদহ মোটরশ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চেয়েছেন। এটা নিয়েই মনোমালিন্য সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে মালিকেরা ঝিনাইদহের কালীগঞ্জে বৈঠক করেন। এ সময় সেখানে বাসের স্টাফদের মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অবস্থায় কুষ্টিয়ার পরিবহনসংশ্লিষ্ট পাঁচটি সংগঠনের শীর্ষ নেতারা গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের কার্যালয়ে বৈঠক করে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন।
কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম জানান, বৈঠকের পর আজ দুপুর ১টা থেকে বাস চলাচল শুরু হয়েছে।