রাজাকারের তালিকা প্রকাশের আগে আরও যাচাই বাছাই করা প্রয়োজন ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কামাল বলেছেন, রাজাকারের তালিকা প্রকাশের আগে আরও যাচাই বাছাই করা প্রয়োজন ছিল।

মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দালাল আইনে রাজাকারদের যে তালিকা ছিল, তা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে অনেকের নামের পাশে নোট ছিল, কারো নামে মামলা ছিল, সে বিষয়গুলো যাচাই-বাছাই না করেই তালিকা প্রকাশ করা হয়েছে। এজন্যই এমন অসঙ্গতি।

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর রাজাকারদের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এ তালিকা প্রকাশের পরই বেশ কয়েকটি অসঙ্গতি ধরা পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *