ঢাকার মিরপুরে ফেব্রুয়ারিতে চালু হচ্ছে সনি-স্টার সিনেপ্লেক্স

বিনোদন ডেস্ক : এবার মিরপুরবাসী আনকোরা এক সিনে থিয়েটার পেতে চলেছেন। রূপালি পর্দার একমাত্র বিনোদনের জন্যে সেখানে তাদের ছিল সনি সিনেমা হল। এটি ভেঙে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স। আধুনিক মিসেপ্লেক্সে সিনেমা দেখার অভূতপূর্ব অভিজ্ঞতা নিতে আর দূরে যেতে হবে না।

ইতোমধ্যে সনি সিনেমা হলটি ‘সনি-স্টার সিনেপ্লেক্স’ এর রূপ নিয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে সনি ও স্টার সিনেপ্লেক্সের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়। এরই ভিত্তিতে মিরপুরের ঐতিহ্যবাহি সনি সিনেমা হলকে ১৫ বছরের জন্য ভাড়া নেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ঠিক এক বছর পর আগামী ফেব্রুয়ারি থেকেই চালু হতে যাচ্ছে ‘সনি-স্টার সিনেপ্লেক্স’।

স্টার সিনেপ্লেক্সের সিনিয়র বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ‘সনি-স্টার সিনেপ্লেক্স’ চালু হবে।

সনি সিনেমা হলেন কর্ণধার মো. হোসেন জানান, যত দ্রুত সম্ভব চালুর জন্য আমরা পুরোদমে কাজ করছি। এখানে মোট তিনটি স্ক্রিন থাকবে। আসন সংখ্যা মোট ৮০০টি। তবে মিরপুর এলাকার কথা মাথায় রেখে টিকিটের মূল্য নির্ধারিত হবে।

রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে ৬টি স্ক্রিন, ধানমন্ডির সীমান্ত সম্ভারে ৩টি, মহাখালীর এসকেএস টাউয়ারে ৩টি স্ক্রিনসহ বর্তমানে মোট ১২টি স্ক্রিন নিয়ে দর্শকদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে স্টার সিনেপ্লেক্স। মিরপুর অঞ্চলে আরো ৩টি স্ক্রিন যোগ হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *