কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা

মাদককে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে এবং সচেতন হয়ে বসে থাকলে হবে না কাজ করার আহবান: জেলা প্রশাসক আসলাম হোসেন
কুষ্টিয়া প্রতিনিধি : মাদককে রুখবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় সকাল ১০ টার সময় কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধু মুর‌্যালে পুস্পক অর্পণ দিয়ে শুরু হয় কার্যক্রম। পরে বেলুন ও পায়রা উড়য়ে অনুষ্ঠানটি উদ্ভোধন করে কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন। এরপর কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে বীর প্রতিক স্তম্বব্য কাছে যেয়ে শেষ হয়। শুরু হয় আলোচনা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান। সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহার, সার্বি ক সহযোগিতায় সহকারী পরিচালক মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর শিরীন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে বলেন আজ মাদককে কঠোরভাবে নির্মুল করতে হবে।এজন্য আমাদের প্রশাসনিক ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। তাহলে রুখবে মাদক। মাদক এখন স্কুল কলেজের ছাত্রদের হাতে পৌছে গেছে। এতে আমাদের উন্নয়ন গতি কমে যাচ্ছে। এজন্য ছেলে মেয়ের প্রতি নজর ও খোজ রাখতে হবে। আমাদের সন্তানদের বেশি বেশি করে শিক্ষা দিতে হবে। আর এই শিক্ষা দিতে পারে একজন অভিভাবক। সন্তানের সাথে ভাল আচরণ এবং সময় দিতে হবে। পরিবার হলো বড় শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সন্তান কোথায় থাকছে সেটা আমাদের নজরে রাখতে হবে। আবার আমাদের সন্তানরা কখন বাড়িতে ফেরে আসছে সেটাও নজর রাখতে হবে। সেটা যদি নিয়ন্ত্রণ না রাখেন তাহলে আপনার ছেলেকে মানুষ করা সম্ভব হবে না। এ বিষয়ে প্রশাসনিক ও জনপ্রতিনিধি দের কাজ করতে হবে।
তিনি আরও বলেন মাদককে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে এবং বেশি বেশি করে প্রচার করতে হবে যেন কোন ছেলে মেয়ে মাদক সেবন না করতে পারে। এদেশ কে উন্নয়ন দেখতে হলে অবশ্যই মাদক থেকে দূরে রাখতে হবে। মাদকসেবী, মাদক ব্যবসায়ীদের ভয়ে আর মুখ বন্ধ করবেন না। সমাজের জন্য কাজ করতে হবে। তাহলে এই দেশ উন্নত হবে। সচেতন হয়ে বসে থাকলে হবে না কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *