২০২৪ সালে যত খেলা টি-টোয়েন্টি বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ইউরোসহ

অনলাইন ডেস্ক :

 

নতুন বছরে পা রেখেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ২০২৪ সালে ফুটবল, ক্রিকেট, টেনিস থেকে শুরু করে সবধরনের খেলাধুলায় রয়েছে বিভিন্ন আয়োজন। এ বছরের জুনে মাঠে গড়াবে কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ। একই সময় যুক্তরাষ্ট ও ওয়েস্ট ইন্ডিজে চলবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বছর জুড়ে কোথায় কোন খেলা রয়েছে সেসব নিয়েই এই আয়োজন।  

জানুয়ারি
৩-৭ : ক্রিকেট, অস্ট্রেলিয়া-পাকিস্তান, তৃতীয় টেস্ট
৩-৭ : ক্রিকেট, দক্ষিণ আফ্রিকা-ভারত, দ্বিতীয় টেস্ট
১০ জানু-১২ ফেব্রু: ফুটবল, এএফসি এশিয়ান কাপ
১৩ জানু-১১ ফেব্রুয়ারি: ফুটবল, আফ্রিকা কাপ অব নেশনস, আইভরি কোস্ট
১৫-২৮ : টেনিস, অস্ট্রেলিয়ান ওপেন
১৭ জানু-১৩ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজের অস্ট্রেলিয়া সফর। দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
১৯ জানু-১ মার্চ: ক্রিকেট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)
১৯ জানু-১১ ফেব্রুয়ারি: ক্রিকেট, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকা
২৫ জানু-৭ মার্চ: ক্রিকেট, ইংল্যান্ডের ভারত সফর, পাঁচটি টেস্ট

 

ফেব্রুয়ারি
৪-১৩ : দক্ষিণ আফ্রিকার নিউজিল্যান্ড সফর, দুটি টেস্ট
১৬-২৬ : টেবিল টেনিস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ
২১-৮  মার্চ: অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড সফর, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট
২৫ : ফুটবল, ইংলিশ লিগ কাপ ফাইনাল
২৯ : ফর্মুলা ওয়ান, বাহরাইন গ্রাঁপ্রি

 

মার্চ
১-৩ : অ্যাথলেটিকস, বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপ, গ্লাসগো
৫-৬ : ফুটবল, চ্যাম্পিয়নস লিগ, শেষ ষোলো দ্বিতীয় লেগ
৭-৯ : ফর্মুলা ওয়ান, জেদ্দা গ্রাঁপ্রি
১২-১৭ : ব্যাডমিন্টন, অল ইংল্যান্ড ওপেন চ্যাম্পিয়নশিপ
১৫ মার্চ-৭ এপ্রিল: ক্রিকেট, বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া নারী দল, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
২১ : ফুটবল, বিশ্বকাপ বাছাই, বাংলাদেশ-ফিলিস্তিন, ঢাকা
২১-২৪ : ডাইভিং, বিশ্বকাপ, বার্লিন
২৩ : ফুটবল, ইংল্যান্ড-ব্রাজিল, প্রীতি ম্যাচ, ওয়েম্বলি
২৩ : আইপিএল শুরু
২৬ : ফুটবল, বিশ্বকাপ বাছাই, ফিলিস্তিন-বাংলাদেশ, কুয়েত
পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা, সফরে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি (সূচি নির্ধারিত হয়নি)

 

এপ্রিল
৯-১০ : ফুটবল, চ্যাম্পিয়নস লিগ, কোয়ার্টার ফাইনাল প্রথম লেগ
১৬-১৭ : ফুটবল, চ্যাম্পিয়নস লিগ, কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগ
১৯-২১ : ডাইভিং, বিশ্বকাপ সুপার ফাইনাল, চীন
২০ : অ্যাথলেটিকস, ডাইমন্ড লিগ, চীন
৩০-১ : মে ফুটবল, চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনাল প্রথম লেগ
দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে (সূচি নির্ধারিত হয়নি)

 

মে
৪-২৬ : সাইক্লিং, ট্যুর দ্য ইতালি
৭-৮ : ফুটবল, চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল দ্বিতীয় লেগ
১০ : অ্যাথলেটিকস, ডাইমন্ড লিগ, কাতার
১০-২৬ : আইস হকি, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, চেক রিপাবলিক
২০-৯ জুন : টেনিস, ফ্রেঞ্চ ওপেন
২১ : ফুটবল, ফেডারেশন কাপ ফাইনাল
২২-৩০ : ক্রিকেট, পাকিস্তানের ইংল্যান্ড সফর, চারটি টি-টোয়েন্টি

 

জুন
১ : ফুটবল, চ্যাম্পিয়নস লিগ ফাইনাল
৪-৩০ : ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, (ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র)
৬ : ফুটবল, বিশ্বকাপ বাছাই, বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ঢাকা
১১ :  ফুটবল, বিশ্বকাপ বাছাই, লেবানন-বাংলাদেশ, শারজাহ
২০ জুন-১৪ জুলাই: ফুটবল, কোপা আমেরিকা (যুক্তরাষ্ট্র)
১৪ জুন-১৪ জুলাই: ফুটবল ইউরো চ্যাম্পিয়নশিপ (জার্মানি)

 

জুলাই
১-১৪ : টেনিস, উইম্বলডন
১০-৩০ : ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর, তিনটি টেস্ট
১৪ : ফুটবল, কোপা আমেরিকা ফাইনাল
১৪ : ফুটবল, ইউরো চ্যাম্পিয়নশি ফাইনাল
আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি (সূচি নির্ধারিত হয়নি)

 

আগস্ট
১৪ : ফুটবল, উয়েফা সুপার কাপ ফাইনাল
১৭ : ফুটবল, ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু
২৬-৮ সেপ্টেম্বর: টেনিস, ইউএস ওপেন
২৬-১১ আগস্ট : অলিম্পিক গেমস, প্যারিস
২৯-১ সেপ্টেম্বর : গলফ, আটলান্টা ট্যুর
দুটি টেস্ট খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ (সূচি নির্ধারিত হয়নি)

 

সেপ্টেম্বর
১১-২৯ : ক্রিকেট, অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফর, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি
১৯-২২ : গলফ, পিজিএ ট্যুর চ্যাম্পিয়নশিপ
২১-২৯ : সাইক্লিং, বিশ্ব চ্যাম্পিয়নশিপ
সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশে  (সূচি নির্ধারিত হয়নি)
দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারত যাবে বাংলাদেশ (সূচি নির্ধারিত হয়নি)
সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসবে নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ (সূচি নির্ধারিত হয়নি)

 

অক্টোবর
১০-১২ : ফুটবল, নেশনস লিগ, তৃতীয় রাউন্ড
১২ : রাগবি, সুপার লিগ ফাইনাল, ওল্ড ট্র্যাফোর্ড
দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা (সূচি নির্ধারিত হয়নি)

 

নভেম্বর
১০-১৭ : টেনিস, এটিপি ফাইনাল, তুরিন
২৯ : ফর্মুলা ওয়ান, কাতার গ্রাঁপ্রি
ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ। দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে (সূচি নির্ধারিত হয়নি)

 

ডিসেম্বর
১-২১ : ক্রিকেট, আয়ারল্যান্ড নারী দল আসবে বাংলাদেশে, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *