ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৮৬, গ্রেফতার ২৫

অনলাইন ডেস্ক : ভারতের পাঞ্জাব প্রদেশে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে। পাঞ্জাব পুলিশ এই তথ্য জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার তারা ১০০ টির বেশি অবৈধভাবে মদ তৈরির আস্তানায় অভিযান চালিয়েছে। গ্রেফতার করা হয়েছে ২৫ জনকে।

এছাড়া ৭ জন শুল্ক কর্মকর্তা ও ৬ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে অবৈধভাবে মদ তৈরির পর রাস্তার পাশের দোকানে বিক্রি করা হয়, সেখান থেকে তা সরবরাহ করা হয় গ্রাহকদের কাছে।

এর আগে গত শুক্রবার দেশটির অন্ধ্রপ্রদেশ রাজ্যে মদ না পেয়ে স্যানিটাইজার পানে ১০ জনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *