রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে ঝলসে গেল স্কুলছাত্রের হাত

রাজবাড়ী প্রতিনিধি :

 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে এক স্কুলছাত্রের হাত ঝলসে গেছে। ওই ছাত্রের নাম রিয়াজ মোল্যা (১৫)। সে উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী গ্রামের লিটন মোল্যার ছেলে ও বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

 

ঘটনাটি ঘটেছে বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে। তাকে প্রথমে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

স্থানীয়রা জানান, দুপুরে লিটন মোল্লার বাড়িতে বিকট শব্দ হয়। তখন ওই বাড়িতে গিয়ে দেখা যায়, রিয়াজের হাত ঝলসানো ও পা দিয়ে রক্ত ঝরছে। তখন সে জানায় ইউটিউব দেখে পটকা বানানোর চেষ্টা করছিল।

 

বহরপুর ইউপি সদস্য খলিলুর রহমান বলেন, শুনেছি ম্যাচের কাঠি দিয়ে ইউটিউব দেখে পটকা বানানোর চেষ্টা করছিল। এতে বিস্ফোরিত হয়ে স্কুলছাত্রের হাত ঝলসে গেছে। খবর পেয়ে থানার ওসি তারিকুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্যসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে আসেন।

 

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, ম্যাচের কাঠি দিয়ে পটকা বানাতে গিয়ে বিস্ফোরিত হয়ে স্কুলছাত্রের হাত ঝলসে গেছে। তাকে ফরিদপুর হাসপাতালে নেওয়া হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *