উপজেলা নির্বাচন : কুষ্টিয়ায় দুটি উপজেলা পরিষদ নির্বাচনে আতা ও শান্ত চেয়ারম্যান পদে নির্বাচিত

কুষ্টিয়া প্রতিনিধি :

 

ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম ধাপে কুষ্টিয়া সদর উপজেলা ও খোকসা উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে।

এবারের নির্বাচনে বর্তমান কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা পুনরায়  চেয়ারম্যান পদে বেসরকারিভাবে  নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬৭হাজার ৪৮১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক মামুন পেয়েছেন ৩ হাজার ৫৬৪ ভোট।

 

ভাইস চেয়ারম্যান পদে আবু তৈয়ব বাদশা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতা খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কুষ্টিয়া সদর উপজেলার ১৪৫ টি ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ২০ হাজার ৮৩৩।  ৭১০৪৫ ভোট বৈধ এবং ২ হাজার ২৫৪ টি ভোট বাতিল হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে  ১৭% ভোটার তাদের ভোট প্রদান করেন।

 

অপরদিকে খোকসা উপজেলা পরিষদের নির্বাচনে আল মাসুম মোরশেদ শান্ত বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান বাবুল আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *