কুষ্টিয়ায় সাড়ে ১০ কোটি টাকার এলএসডি উদ্ধার করলো বিজিবি

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় প্রায় সাড়ে ১০ কোটি টাকার এলএসডি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

 

বুধবার (২ অক্টোবর) দুপুর আড়াইটায় মিরপুর উপজেলার গোবিন্দপুর হাইওয়ে রোডে যাত্রীবাহী বাস থামিয়ে তাতে তল্লাশি করে ৫০ এমএল’র ২০ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়ার মিরপুরের গোবিন্দপুর হাইওয়ে রোড এলাকায় পিরোজপুর হতে ছেড়ে আসা রাজশাহীগামী মেট্রোপলিটন পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে বাসের নির্দিষ্ট স্থানে তল্লাশি চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করা করা হয় যার আনুমানিক মূল্য ১০ কোটি ৪০ লাখ টাকা।

 

উদ্ধার হওয়া ভারতীয় এলএসডির বিষয়ে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি বিজ্ঞপ্তি সূত্রে নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *