কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন মিরপুর ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চিলমারী বিওপি‘র নাঃ সুবেদার মোঃ সেলিম ভূইয়া এর নেতৃত্বে সীমান্ত পিলার-৮৪/৩-এস হতে ৩০০ গজ পূর্ব দিকে এবং বিওপি হতে ১০০০ গজ দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর টাইটনিক খেয়াঘাট নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০১১(এক হাজার এগার) পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিঠুন বিশ্বাস (২৮), পিতা-মোঃ রাহেজ আলী বিশ্বাস, গ্রাম-কিশোরপুর, ডাকঘর-আলাইপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহীকে আটক করা হয়।
এ সময় মোঃ ফারুক হোসেন (৩৫), পিতা- মৃত আলমাস, গ্রাম-আতারপাড়া, ডাকঘর-চিলমারী, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া পালিয়ে যায়। আটককৃত আসামী এবং ইয়াবা ট্যাবলেটসহ দৌলতপুর থানায় হস্তান্তর করতঃ পলাতক আসামী বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিজিবি।