

অনলাইন ডেস্ক :
গুলিবিদ্ধরা হলেন- ফয়সাল আহমেদ বিশাল (২৪) ও শফিকুল ইসলাম (৪৫)।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক তথ্যটি নিশ্চিত করে বলেন, বঙ্গভবনের সামনে থেকে ছররা গুলিতে আহত হয়ে দুইজন এবং সাউন্ড গ্রেনেডে আহত হয়ে একজনকে মেডিক্যালে আনা হয়েছে। পরে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
জানা যায়, একদল বিক্ষোভকারী বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে সেনাবাহিনী ও পিজিআর সদস্যরা বেরিকেডের সামনে অবস্থান নেয়।















