দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে স্নানযাত্রা উৎসব পালন

ডিপি ডেস্ক :

দিনাজপুরের কাহারোলের ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে শতশত বছর ধরে হয়ে আসা ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজী মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান উৎসব পালিত হয়েছে।  

জৈষ্ঠ্য মাসের পূর্ণিমায় এই স্নান যাত্রা চিরাচরিত নিয়ম অনুসারে ও ধর্মীয় নিয়ম মেনে জগন্নাথ দেবের স্নান করানো হয়।  
ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজী মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখার জন্য দেশের বিভিন্ন জেলা ও দূরদূরান্ত হতে হাজার হাজার ভক্ত বৃন্দের সমাগম ঘটে। ভক্তবৃন্দের সমাগমে মিলনমেলায় পরিণত হয়।

 ১১ জুন ২০২৫ রোজ বুধবার দিনাজপুরের কাহারোল উপজেলায় ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে সকাল থেকে দুপুর পর্যন্ত বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এ স্নানযাত্রা উৎসব চলে।  

কান্তজিউ মন্দিরের পুরোহিত পুলিন চক্রবর্তী জানান, বাংলা জ্যৈষ্ঠ মাসের পুর্ণিমা তিথিতে শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে এ স্নানযাত্রা পালন করা হয়।

এসময় সাত ঘাট হতে সংগ্রহ করা জল শুদ্ধিকরণ করে ১০৮টি মাটির কলসে সেই পূণ্য জল দিয়ে স্নান করানো হয়। পাশাপাশি মুক্তি পাওয়ার লক্ষ্যে দেবতার কাছে বিশেষ প্রার্থনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *