কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় যুবক আহত, থানায় মামলা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মেহেদী হাসান রিমেল (৩৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গত ৬ জুন বিকালে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর মাঠে হামলার এ ঘটনা ঘটে। হামলায় আহত মেহেদী হাসান রিমেল আল্লারদর্গা এলাকার আক্তার হোসেনের ছেলে। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে। তবে হামলাকারী এখনও গ্রেপ্তার হয়নি।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পার্শ্ববর্তী সাদীপুর গ্রামের মহব্বতের ছেলে মো. আব্দুল্লাহ আল ইলিয়াস ওরফে বিপন (৩৫) এর সাথে মেহেদী হাসান রিমেল ও তার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সুত্র ধরে গত শুক্রবার (৬ জুন) বিকালে সাদিপুর মাঠে মেহেদী হাসান রিমেল তার নিজ কচু ক্ষেতে কাজ করার সময় প্রতিপক্ষ আব্দুল্লাহ আল ইলিয়াস ওরফে বিপন ধারালো রামদা দিয়া হত্যার উদ্দেশ্যে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

 

এসময় মৃত্যু ভয়ে রিমেল চিৎকার দিলে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানেও রিমেলের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

 

হামলার ঘটনায় ওইদিন রাতে রিমেলের চাচা মো. সেন্টু (৫০) বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার (৯ জুন) ৪৪৭/৩২৩ ৩২৫/৩০৭ ধারায় মামলা দায়ের করা হয় যার নং ১৬। তবে মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় আহত পরিবারের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।

 

মামলার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে, খুব দ্রুত আসামিকে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *