

অনলাইন ডেস্ক :
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। শ্রীলঙ্কা থেকে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ জিতে আসার পর ম্যান ইন গ্রিনদের বিপক্ষে প্রথমটিতেও জয় পেয়েছে লাল-সবুজের দল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া আজ দ্বিতীয় ম্যাচে জিততে পারলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।
সে লক্ষ্য নিয়েই আজ মাঠে নামছে স্বাগতিকরা। সালমান আঘাদের বিপক্ষে এ ম্যাচে আগে ব্যাট করবেন লিটন দাসরা, টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক সালমান।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ।

















