চ্যাম্পিয়নস লিগের সেরা ফুটবলার বেনজেমা

অনলাইন ডেস্ক :

 

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালকে ফাইনালে তোলার কাজটা সামনে থেকেই করেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা।

 

ক্লাবটির রূপকথার প্রত্যাবর্তনে ফরাসি এই স্ট্রাইকার রেখেছেন বড় অবদান। তাই চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমের সেরা ফুটবলারের তকমা পেলেন তিনি।

 

মঙ্গলবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বেনজেমাকে ২০২১-২১ চ্যাম্পিয়নস লিগ মৌসুমের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করে উয়েফা।

 

লিগে ১২ ম্যাচে এবারের আসরে ১৫ গোল বেনজেমার, আসরের সর্বোচ্চ গোল তারই। ১৫ গোলের ১০টিই করেছেন নক আউট পর্বে। যা চ্যাম্পিয়নস লিগের রেকর্ড। পিএসজি ও চেলসি বিপক্ষে ব্যাক টু ব্যাক হ্যাটট্রিকও করেছেন বেনজেমা। এছাড়া সেমিফাইনালের দুই লেগে করেছেন তিন গোল।

 

২০০৯ সালে ফরাসি ক্লাব লিঁও থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর পর এবারই ক্যারিয়ারে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে দুই অঙ্কের ঘরে প্রবেশ করেনে তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *