যশোরে বিশেষ কায়দায় প্যান্টের কোমরে লুকানো ছিল ৬১ লাখ টাকার স্বর্ণ

ডিপি ডেস্ক :

যশোরে প্যান্টের কোমরে বিশেষভাবে লুকানো ৬১ লাখ টাকা মূল্যের দুটি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বুধবার (৩০ জুলাই) যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়ন থেকে বিজিবির একটি টহলদল তাকে আটক করে। আটক যুবকের নাম জাহিদ মন্ডল (৩৬)। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দী থানার দোপপাড়া পদমদী গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, জাহিদের প্যান্টের কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪২০ গ্রাম ওজনের দুটি সোনার বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ জানান, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণবার দুটি সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্তপথে ভারতের উদ্দেশে পাচার করতে যাচ্ছিলেন। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য ৬১ লাখ ৭৯ হাজার ৪০ টাকা এবং জব্দ মোবাইল ফোনের মূল্য ১৫ হাজার টাকা।

সব মিলিয়ে জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়ায় প্রায় ৬১ লাখ ৯৪ হাজার ৪০ টাকা।

আটক জাহিদের বিরুদ্ধে মামলা করে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে স্বর্ণ, রূপা, মাদক, অস্ত্র, হুন্ডি ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *