কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে দুই নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :

কুষ্টিয়া শহরের কোটপাড়ার বারো শরিফ দরবার এলাকার একটি বাড়ির সামনে থেকে এবং মিরপুর হাসপাতালের পাশের পরিত্যক্ত জায়গা থেকে অজ্ঞাত পরিচয় দুই নারী ও এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

তবে নিহত সিয়ামের (১৫) পরিচয় পাওয়া গেছে তিনি হলেন, কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর আদেরপাড়ার সাইদুরের ছেলে। তবে এখন পর্যন্ত অপর দুই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। 

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।ওসি মোশারফ আরও জানান, পরিচয় শনাক্ত করার জন্য আশেপাশের বিভিন্ন এলাকায় বার্তা পাঠানো হয়েছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে আজ বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি রাখার গ্যারেজের পেছন থেকে পানিতে ভাসমান অবস্থায় আরও এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ওই লাশ উদ্ধার করে পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি রাখার গ্যারেজের পেছন থেকে পানিতে ভাসমান অবস্থায় আরও এক অজ্ঞাত নারীর গলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তার পরিচয় এবং কীভাবে কারা তাকে হত্যা করেছে, তা জানা যায়নি। এ বিষয়ে কাজ করছে পুলিশ।

অপরদিকে এলাকাসীর দেওয়া তথ্য মতে জানা যায়, গত ৬ মাস আগে বিয়ে করেছিল একই এলাকার সিয়াম ও সুমাইয়া। ছেলের পরিবার মেনে নেলেও এ বিয়ে মানতে পারিনি সুমাইয়ার বাবা হান্নান। তিন দিন আগে মেয়েকে দিয়ে ডিভোর্স করিয়ে দেয়া হয়। গত মঙ্গলবার ডিভোর্স পেপারের বিষয়ে নিশ্চিত হয় সিয়াম ও তার পরিবার। স্ত্রী সুমাইয়াকে হারনোর বেদনা সইতে না পেরে বুধবার চলন্ত ট্রেনের সামনে লাফ দেয় সিয়াম। মুহুর্তেই তার শরীর ছিন্ন বিছিন্ন হয়ে যায়। রেলের পাশে পড়ে থাকে নিথর দেহ। প্রথমে তাকে কেউ চিনতে পারেনি। পরে জানতে পারে সিয়াম খাজানগর আদেরপাড়ার সাইদুরের ছেলে।

এদিকে দুই নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার কর্মকর্তারা।

এদিকে একই দিনে দুই অজ্ঞাত নারী ও এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *