কুষ্টিয়া-৩ আসনে জয়ী মাহবুবউল আলম হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি :

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে মোট ১৪০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাহবুবউল আলম হানিফ।

 

মাহবুবউল আলম হানিফ নৌকা প্রতীকে- ১,২৮,৫৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পারভেজ আনোয়ার তনু ঈগল প্রতীকে পেয়েছেন- ৪৩,৭২৬ ভোট।

 

কুষ্টিয়ার ৪টি আসনের মধ্যে শুধুমাত্র সদর আসনে অর্থাৎ কুষ্টিয়া-৩ আসনে নৌকা জয়ী হয়েছে। রবিবার সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত।

 

ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত এটাই নির্ভরযোগ্য তথ্য। পরে সব তথ্য যোগ হলে এই তথ্য বাড়তে বা কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *