স্ত্রীকে তালাকের পর ১ মণ দুধ দিয়ে প্রবাসীর গোসল

ডিপি ডেস্ক :

রাজবাড়ীর পাংশা উপজেলায় স্ত্রীকে তালাক দেওয়ার পর দুধ দিয়ে গোসল করেছেন এক প্রবাসী। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন জুয়েল রানা নামে ওই যুবক। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।গতকাল রবিবার (১৬ নভেম্বর) উপজেলার মাছপাড়া ইউনিয়নের পশ্চিম মাছপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, জুয়েল রানা একই গ্রামের সোলেমান শেখের ছেলে। প্রায় ৪ বছর আগে প্রেমের সম্পর্কের পর গাড়াল গ্রামের বাবর আলীর মেয়ে চৈতি খাতুনকে বিয়ে করেন তিনি। দাম্পত্য জীবনে এক ছেলে সন্তানও রয়েছে। বিয়ের কিছুদিন পর জীবিকার তাগিদে সিঙ্গাপুরে যান জুয়েল রানা।প্রবাসে থাকার সময় স্ত্রী চৈতি খাতুনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে একাধিকবার কলহের ঘটনাও ঘটে। পরে গত ১২ নভেম্বর দেশে ফিরে আসেন জুয়েল। দেশে ফেরার চার দিন পরই গত ১৬ নভেম্বর তিনি স্ত্রীকে তালাক দেন।

তালাকের পর এক মণ দুধ কিনে গোসল করেন জুয়েল রানা। সেই গোসলের ভিডিও নিজেই ধারণ করে নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ সবই আল্লাহ তাআলার ইচ্ছা’। জীবনের একটি কালো অধ্যায় শেষ করলাম। জীবনের ছোট্ট একটু ভুল সিদ্ধান্তের কারণে এতদিন ভুলের খেসারত দিতে হয়েছে।আল্লাহর রহমতে এখন সেই সমাধান করে ফেলেছেন আল্লাহতাআলা।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মনে করলেও, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড প্রকাশ করাকে সমালোচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *