খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা কুষ্টিয়া জেলা বিএনপির

ডিপি ডেস্ক :

 

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির নেতাকর্মীরা।

 

জাতির মহান অভিভাবকের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।

এরপরই কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তলন করা হয় এবং কালো ব্যাচ ধারন করেন দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এছাড়া মরহুমার বিদেহী আত্মার মাগফিরত কামনা করা হয়।

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করেছেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও জেলা বিএনপির সদস্য সচিব কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি। এ কর্মসূচি উপলক্ষে ৭ দিন জেলা সংগঠনের সকল নেতাকর্মীরা কালোব্যাচ ধারন করবেন। দলীয় কার্যালয়ের সামনে পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়া কালো পতাকা উত্তলন করা হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অশ্রু ভেজা নয়নে, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক শোক বার্তা জানিয়ে বলেন, আজ জাতি একজন অভিভাবক হারিয়েছে। দেশবাসীকে কাঁদিয়ে বিদায় নিয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপোষহীন নেত্রী ছিলেন তিনি। জাতির এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে প্রয়োজন ছিলো। বিগত ফ্যাসিস শেখ হাসিনা সরকার তাকে নির্যাতন করে জেলে দিয়েছিলো। সেখানে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিলো। ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।

আজ তিনি আমাদের মাঝে নেই। তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন অন্যায়ের সাথে আপোষ করেনি। তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। এছাড়া অশ্রু ভেজা নয়নে জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার শোক বার্তা জানিয়ে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। দেশবাসী কখনোই ভাবেনি তিনি এতো তাড়াতাড়ি চলে যাবেন। তিনি আরো বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াইয়ের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত।

বেগম খালেদা জিয়ার জীবন এবং লড়াই সংগ্রাম চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শোককে শক্তিতে রুপান্তরিত করে, আগামী নির্বাচনে বিএনপিকে তথা ধানের শীষের বিজয় লাভের মধ্যে দিয়ে, বেগম খালেদা জিয়ার দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। দোয়া করি মহান রাব্বুল আলআমিন তাকে বেহেশত নসিব করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *