জুন-জুলাইয়ের মধ্যে দেশে পর্যাপ্ত টিকা নিয়ে আসা হবে : মাহবুব উল আলম হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি :

 

 

 

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, করোনা দুর্যোগে যেখানে বিশ্বের উন্নত দেশগুলো হিমসিম খাচ্ছে, লক্ষ লক্ষ লোক যেখানে মারা যাচ্ছে, কোটি কোটি মানুষ আক্রান্ত, তারাও এখনো সবাইকে ভ্যাকসিন দিতে পারে নাই। সেখানে আমাদের মতো দেশে সীমিত সম্পদ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সাথে সরকার, চিকিৎসক এবং বিশেষজ্ঞরা মিলে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের কাছে তা প্রসংশিত হয়েছে। তারপরেও আমাদের সফলতা নিয়ে যারা সমালোচনা করছেন তারা যখন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তারা তাদের দায়িত্ব কতটা ভালোভাবে পালন করেছেন, তা দেখার প্রয়োজন। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আগামী জুন-জুলাইয়ের মধ্যেই বিভিন্ন সোর্স থেকে দেশে পর্যাপ্ত টিকা নিয়ে আসা হবে।

 

 

 

 

শুক্রবার বেলা ১১টায় ব্যবসায়ীদের সহযোগিতায় কুষ্টিয়া শেখ রাছেল স্টেডিয়ামে অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন করেন তিনি।
হেফাজত প্রসঙ্গে হানিফ বলেন, একটি ঘটনা ঘটার পরেই সেটা নিয়ে বিভিন্নভাবে তদন্ত শুরু হয় এবং আরও বেশি তথ্য উপাত্ত পাওয়া যায়। হেফাজতের ক্ষেত্রেও তেমনটি হয়েছে। মামুনুল কাণ্ডের পরে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তেই হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দেশবিরোধী বিভিন্ন অপকর্মসহ নারী কেলেংকারীর অভিযোগ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *