কুষ্টিয়ার ভেড়ামারায় বাল্যবিয়ে আয়োজনে ছেলের কারাদণ্ড ও বাবার অর্থদণ্ড

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় বাল্য বিয়ের দায়ে ছেলে (বর) সাইদুরকে (৩০) কারাদণ্ড ও তার বাবাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুুপুরে উপজেলার বাহিরচর ১২ মাইল এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল মারুফ।

জানা গেছে, জুনিয়রদহ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য বাল্য বিয়েতে বাধা দেওয়ায় জেএসসি পরীক্ষার্থী মোছা. শিউলি খাতুনকে ( ১৪) বাহিরচর ইউনিয়নের ১২ মাইল এলাকার ছেলে (বর) সাইদুর (৩০) এর বাড়িতে এনে বিয়ে দেয়া হয়। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ মোতাবেক ছেলে (বর) সাইদুরকে (৩০) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তার পিতাকে ৫০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *