যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ছে তেলের দাম, ধাক্কা শেয়ারবাজারেও

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনায় আকাশ ছুঁয়েছে তেলের দাম। পাশাপাশি বড় সড় ধাক্কা খেল বিশ্বের প্রধান প্রধান শেয়ার বাজারগুলোও। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে এই ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্বের এক তৃতীয়াংশ তেলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় কূটনৈতিক মহলে তোলপাড় চলছে। লাফ দিয়ে বাড়ছে তেলের দামও। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দুই দশমিক ৭৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭০ দশমিক ৪৯ ডলার হয়েছে। প্রভাব পড়েছে পেট্রোল-ডিজেলের দামেও। এক ধাক্কায় পেট্রোলের দাম ১৫ পয়সা এবং ডিজেলের দাম ১৭ পয়সা বেড়েছে। এই একই জেরে সোনার দামও বেড়েছে। গত ৬ বছরে রেকর্ড বৃদ্ধি হয়েছে সোনার দামে।

এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় স্থিতিশীলতা হারিয়েছে বিশ্বের প্রভাবশালী স্টক মার্কেটগুলো। সাংহাই ও হংকং শেয়ার মার্কেটের দর পতন হয়েছে। সূচক কমেছে তাইওয়ান ও সিঙ্গাপুরের শেয়ারবাজারে। মার্কিন সরকারের বন্ডের দামও পড়ে গেছে। কমে গেছে প্রযুক্তি ভিত্তিক কম্পানি, স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান ও এয়ার লাইনসগুলোর শেয়ারের দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *