

অনলাইন ডেস্ক :
টেড্রোস বলেন, গাজার ৩৬টি হাসপাতালের অর্ধেক এবং এর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর দুই-তৃতীয়াংশই পরিষেবা দিতে পারছে না। যে কয়টি কাজ করছিল, সেগুলোতে চিকিৎসার সব উপকরণ শেষ হয়ে আসছে।
টেড্রোস জানান, ৭ অক্টোবর থেকে ডাব্লিউএইচও গাজা এবং পশ্চিম তীরে স্বাস্থ্যসেবার ওপর ২৫০টিরও বেশি আক্রমণ পর্যবেক্ষণ করেছে। যেখানে ইসরায়েলের স্বাস্থ্যসেবার ওপর ২৫টি হামলা হয়েছে। ইসরায়েল বলেছে, হামাস হাসপাতালের নিচে সুড়ঙ্গে অস্ত্র লুকিয়ে রেখেছে, কিন্তু হামাস এ অভিযোগ অস্বীকার করেছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা গাজা সিটিতে এক সংবাদ সম্মেলনে বলেন, নিহতদের মধ্যে চার হাজার ৫০৬ শিশু, তিন হাজার ২৭ নারী এবং ৬৭৮ বৃদ্ধ রয়েছে। এ ছাড়া আহত হয়েছে ২৭ হাজার ৪৯০ জন।
ইসরায়েল ও গাজায় নিহত বেসামরিক নাগরিকদের স্মরণে বৈঠকের শুরুতে নিরাপত্তা পরিষদ কিছুক্ষণের জন্য নীরবতা পালন করে।
৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার পর ইসরায়েল গাজা উপত্যকা শাসনকারী হামাসকে নিশ্চিহ্ন করার প্রতিশ্রুতি নিয়েছে। ইসরায়েল বলছে, হামাস তাদের এক হাজার ২০০ নাগরিককে হত্যা এবং ২৫০-এর বেশি জনকে জিম্মি করেছে। এর পরেই ইসরায়েল গাজায় আক্রমণ শুরু করে। তারা বিমান হামলার সঙ্গে সঙ্গে স্থল অভিযানও শুরু করেছে। গাজায় ২৩ লাখ মানুষের বসবাস।সূত্র : রয়টার্স