কুষ্টিয়া প্রতিনিধি : পদ পদবী পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নতী করনের দাবীতে ৭ম দিনের মত বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির উদ্যোগে কর্ম বর্জন করে কুষ্টিয়া কালেক্টরেট সহকারী সমিতির নেতৃবৃন্দ এবং সদস্যরা।
জেলা কালেক্টরেট সহকারী সমিতির নেতৃবৃন্দ এবং সদস্যরা কালেক্টরেট চত্তরের অবস্থান কর্মসুচি পালন করেন। সমিতির কুষ্টিয়া জেলার সভাপতি বদরুজ্জামান এর সভাপতিত্বে আজ সকাল ৯.০০ টা থেকে ১.০০ টা পর্যন্ত এই কর্মসুচি অনুষ্ঠিত হয়। কর্মসুচিতে সভ-সভাপতি মাহাবুব আলী, আ:ওহাব, জেলা নাজির হাফিজুর রহমান সিএ, মো :ফয়জুল হাসান,শরাফাত আলী,হারুন অর রশিদ,ইয়ারুল ইসলাম, এবং মহিলা সম্পাদিকা আম্বিয়া খান, রোকসানা পারভীন, খাইরুল ইসলাম সিএ, আ:লতিফ সরকার, পেশকার আব্দুল বাসার, আবু বককর সহ প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে তাদের দুই দফা দাবি মেনে নেওয়ার জন্য সংস্লিষ্টদের আহবান জানান। পরে কর্মবিরতী শেষে র্যালি অনুষ্ঠিত হয়।