কুষ্টিয়ায় করোনা প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩২ জনের জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি :

 

করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ বিস্তার রোধকল্পে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি, চলাচলে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সরকার ঘোষিত কর্মসুচি বাস্তবায়নের নিমিত্ত সংশ্লিষ্ট আইনসহ তফসিলভূক্ত অন্যান্য আইনে কুষ্টিয়া জেলা শহর ও উপজেলাসমূহে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়৷

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন রকম সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়।

গতকাল কুষ্টিয়া জেলায় মোট অভিযান ৬ টি, মামলার সংখ্যা ৩০ টি, অর্থদন্ডে দন্ডিত ব্যক্তির সংখ্যাঃ ৩২ জন, আদায়কৃত জরিমানার পরিমান ২০ হাজার ২ শত টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *