

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় মদ পান করে মাতলামির অপরাধে নাজমুল ইসলাম (৩৫) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম আবু সুফিয়ান এ সাজা দেন।
সূত্র জানায়, সাজাপ্রাপ্ত নাজমুল ইসলাম উপজেলার ছাইবাড়িয়া গ্রামের আব্দুস সামাদ মোল্লার ছেলে। শুক্রবার মধ্যরাতে কয়েকজন ছাইবাড়িয়া গ্রামের একটি বাগানের ভেতর মদ পান করেন। মাতলামি করা অবস্থায় পুলিশ তাকে আটক করে। তার অন্য সঙ্গীরা পালিয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এএফএম আবু সুফিয়ান জানান, অভিযুক্ত নাজমুলকে আটকের পর বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা করানো হয়। পরে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।










