টাঙ্গাইলের ভূঞাপুরে ৯৭৯ বোতল ফেনসিডিলসহ প্রাইভেট কার আটক

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে ৯৭০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার গোবিন্দাসী নৌঘাট থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে প্রাইভেট কার ও ফেনসিডিল ফেলে পালিয়ে যায় প্রাইভেট কারের চালক।

ভূঞাপুর থানার ওসি মো রাশিদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় গোলচত্বর এলাকায় ডিউটি করছিলেন সার্জেন্ট ওয়ালিদ। এ সময় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার দেখে তার সন্দেহ হয়। সে প্রাইভেট কারটিকে থামার জন্য নির্দেশ দেয়। এ সময় চালক প্রাইভেট কার থামানোর অভিনয় করে দ্রুত ভূঞাপুরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সার্জেন্ট ওয়ালিদ মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে। বিষয়টি ভূঞাপর থানাকে জানায়। এ সময় থানা পুলিশের একটি দল গোবিন্দাসী টি মোড়ে পৌঁছালে চালক প্রাইভেট কারটিকে গোবিন্দাসী নৌঘাটের দিকে নিয়ে যায়। পুলিশ নৌঘাটে পৌঁছার আগেই চালক প্রাইভেট কার রেখে পালিয়ে যায়। এ সময় প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৯৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে ভূঞাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *