কুষ্টিয়ায় জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ব্যাপক উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২০-২০২১ মেয়াদী কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত আইনজীবী সমিতির মিলনায়তনে স্থাপিত ভোট কেন্দ্র ও বুথে সদস্য ভোটারগণ নিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার পাবলিক প্রসিকিউটর পিপি অনুপ কুমার নন্দী ২৩৩ ভোট পেয়ে ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন এড. শেখ মো: আবু সাঈদ ২৫৩ টি ভোট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দি বীর মুক্তিযোদ্ধা সিনিয়র এড. আব্দুল জলিল ১৩০ ভোট ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সাবেক পিপি সিনিয়র এড. আকরাম হোসেন দুলাল ১০৬ ভোট পান। এবার কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির মোট ভোটার সংখ্যা ছিলো ৩৮৪ ভোট পোল হয়েছে ৩৭০। নির্বাচন কমিশনের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেছেন সিনিয়র আইনজীবী এস এম আনসার আলী, সদস্য মতিয়ার রহমান ও আশরাফ হোসেন।সুষ্ঠু ভাবে ভোট গ্রহন কার্যক্রমের দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশন সমিতির জ্যেষ্ঠ আইনজীবী এ্যাড. আনসার আলী বলেন, সমিতির ১৭টি পদের বিপরীতে ৩৭জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। নির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য নেতৃত্বের দায়িত্বে থাকবে! সভাপতি অনুপ কুমার নন্দী, সাধারন সম্পাদক আবু সাঈদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *