কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি : নতুন সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শেখ মো. আবু সাঈদ

কুষ্টিয়া প্রতিনিধি :

 

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ নির্বাচন ২০২৪-২০২৫ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল সাড়ে ৯ টা থেকে একটানা বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১৭টি পদের জন্য ৩৮ জন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করেছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ৪৪৭ জন ভোটারের মধ্যে ৪৩৩ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

 

নির্বাচনে সভাপতি পদে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সাবেক নেতা অ্যাড. হারুনুর রশিদ ১৬৮ ভোট পেয়ে ফের নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আ. স. ম. আখতারুজ্জামান (মাসুম) পেয়েছেন ১১২ ভোট। সভাপতি পদে অপর প্রার্থী অ্যাড. সোহেল খালিদ মো. সাঈদ পেয়েছেন ১১১ এবং জাতীয়তাবাদী দলের পক্ষে সিনিয়র ফৌজদারি আইনজীবী অ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম পেয়েছেন ৩৯ ভোট ।

 

সাধারণ সম্পাদক পদে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড. শেখ মো. আবু সাঈদ ২৫৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী অ্যাড. দেওয়ান মাসুদ করিম মিঠু পেয়েছেন ১৬৬ ভোট। অপর প্রার্থী সিনিয়র আইনজীবী অ্যাড. খাদেমুল ইসলাম পেয়েছেন ৭ ভোট।

 

সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. তানজিলুর রহমান এনাম ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. ফারুক আজম মৃধা ২০১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

 

সহ-সভাপতি পদে অ্যাড. এস.এম. মনোয়ার হোসেন মুকুল ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মঞ্জরুল আলম (সান্নু) পেয়েছেন ১৭৩ ভোট।

 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাড. মনোয়ারুল ইসলাম (মনিরুল) ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধাক্ষ পদে অ্যাড. মো. আবুল হাশিম ও গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাড. সোহেলী পারভীন ঝুমুর নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *