ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ৩৯, একই পরিবারের পাঁচজন আক্রান্ত

অনলাইন ডেস্ক : ভারতে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস। দেশটির কেরালা রাজ্যের একই পরিবারের পাঁচজনের দেহে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯ জনে। ওই পরিবারের তিনজন সদস্য সম্প্রতি ইতালি সফর করেছেন। যেসব দেশে করোনার সংক্রমণ ঘটেছে সবচেয়ে বেশি তাদের মধ্যে ইতালি অন্যতম।

কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বলেছেন, ওই পরিবারের সদস্যরা বিমানবন্দরে তাদের ট্রাভেল হিস্টোরি বা ইতালি ভ্রমণের বিষয়টি উল্লেখ করেননি।

মন্ত্রী জানান, তারা প্রথমে হাসপাতালে ভর্তি হতে অস্বীকার করেছিল। আমাদের প্রচেষ্টার মাধ্যমে রাজি হয়েছে।

ওই পরিবার পাঁচ জন সদস্যই পাঠানমথিত্ত জেলার সমস্ত বাসিন্দা।

করোনাভাইরাস আক্রান্ত হওয়া দম্পতির বয়স ৫০। আক্রান্ত অপরজন হলেন তাদের
২৬ বছর বয়সী ছেলে। পাঁচজনকেই স্থানীয় জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন পর্যবেক্ষণে রয়েছেন।

মন্ত্রী বলছেন, ইতালি থেকে ফিরে এসে পরিবারটি কয়েকজন আত্মীয়-স্বজনের সাথে দেখা হয়েছিল। স্বজনদেরও আলাদা করে রাখা হয়েছে। আত্মীয়দের মধ্যে দু’জনের দেহে করোনাভাইরাসে পরীক্ষা-নিরীক্ষায় ‘পজিটিভ হয়েছে।

তিনি বলেন, আমরা জনগণকে ভ্রমণের তথ্য কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানাচ্ছি। আমরা পাঠানমথিতায় সতর্কতা বাড়িয়েছি।

জানা গেছে, পরিবারটি ভেনিস থেকে দোহায় এবং পরে কোচিতে ভ্রমণ করেছিল। তারা ২ মার্চ সকালে কোচিতে পৌঁছে।সূত্র : এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *