অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার্থে নিজেদের স্টেডিয়ামগুলো অস্থায়ী হাসপাতাল হিসেবে ছেড়ে দিয়েছে ব্রাজিলের শীর্ষ কয়েকটি ফুটবল ক্লাব। দেশটিতে সব ধরনের ফুটবল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সাও পাওলো ও রিও ডি জেনিরোর মত জনবহুল শহরগুলোতে এই কঠিন সময়ে হাসপাতালের বেডের সংকট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্টেডিয়াম ছেড়ে দেবার প্রস্তাব দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। দক্ষিণ আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গো তাদের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ইতোমধ্যেই বুঝিয়ে দিয়েছে বলে ক্লাব সভাপতি রোডোলফো লানডিম নিশ্চিত করেছেন।
ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলো জানিয়েছে শহরের হাসপাতালগুলোতে চাপ কমানোর লক্ষ্যে প্যাকাম্বু মিউনিসিপ্যাল স্টেডিয়ামে ২০০ বেড স্থাপন করা হয়েছে। করিন্থিয়াস জানিয়েছে তারা ইটাকুয়েরাও স্টেডিয়াম ও তাদের অনুশীলন হেডকোয়ার্টার করোনার চিকিৎসার জন্য প্রস্তুত রেখেছে। সান্তোসও তাদের ভিলা বেলরিমো স্টেডিয়ামটি প্রস্তুত করে ফেলেছে।