ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপায় মানবতার সেবায় অংশ নিয়েছে গ্রামীণ কল্যাণ নামে একটি অলাভজনক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতার জন্য কচুয়া বাজার, তমালতলা বাজার ও আশপাশ এলাকায় জীবানুমুক্ত সাবান,স্প্রে এবং লিফলেট বিতরণসহ কাউন্সিলিং করা অব্যাহত রেখেছেন তারা।
সাধারণত গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীকে সল্পমূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে থাকে এই প্রতিষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় দেশের এই ক্রান্তিকালে প্রায় স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান যখন সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দিতে অপারগতা প্রকাশ করছে তখন গ্রামীণ কল্যাণ কেন্দ্রটি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সর্বাক্ষণিক খোলা রেখেছে।
এ ব্যাপারে কচুয়া বাজার স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার মো. হাবিবুর রহমান বলেন, আমরা মানবতার সেবায় প্রস্তুত রয়েছি। করোনাভাইরাসে কাউকে আতংকিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সকল মানুষ যদি সচেতন থাকে ও তাদের মনোবল শক্ত রাখে এবং আল্লাহুর উপর ভরসা রাখে তাহলে এই যুদ্ধে আমরা জয়ী হবই।