করোনাভাইরাস : ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩৭৪

অনলাইন ডেস্ক : সারা বিশ্ব জুড়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৭৪ জনে। এদিকে দিল্লীর নিজামুদ্দিন তাবলীগ জামাতকে করোনা জিহাদ বলছেন কর্ণাটাক রাজ্যের এমপি।

নতুন করে পাঞ্জাবে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। গুজরাটের সুরাতে মৃত্যু হয়েছে এক করোনা আক্রান্তের। দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ওই রাজ্যে আক্রান্ত ৪৯০ জন। এরপরই আছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ৪৮৫। দিল্লিতে করোনা আক্রান্ত ৪৪৫। কেরালায় করোনা আক্রান্তের সংখ্যা ৩০৬। দেশের এই পরিস্থিতিতে লকডাউন অমান্য করার ঘটনা আটকাতে নজরদারি চালাচ্ছে পুলিশ। কেউ যেন রাস্তায় পান বা তামাক খেয়ে পিক না ফেলেন এ বিষয়ে পরামর্শ দিয়েছেন আইসিএমআর ।

এদিকে দিল্লীর তাবলীগ জামাতকে করোনা জিহাদ বলে আখ্যা দিয়েছেন কর্ণাটাকের বিজিবি মনোনীত এমপি শোভা কারানদলাজে। নিজামুদ্দিন তাবলীগ জামাত থেকে করোনায় আক্রান্ত হয়ে সাতজন মারা গেছে। কোয়ারেন্টিনে আছে শত শত মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *