অনলাইন ডেস্ক : ফের ২৪ ঘন্টায় ২ হাজারের বেশি মৃত্যু। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, গতকাল বুধবার পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় ফের মৃত্যু হয়েছে ২০৭৩ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৭৩ হাজার। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৩৫ জনের।
যুক্তরাষ্ট্রের মধ্যে নিউ ইয়র্কের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৫ হাজার ২০৪ জনের। এরপরেই রয়েছে নিউজার্সি। সেখানে আক্রান্ত ১ লাখ ৩১ হাজার মানুষ। সেখানে মৃতের সংখ্যা ৮ হাজারের অধিক।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, করোনা ভ্যাকসিন আমেরিকা হাতে পাবে এবছরের মধ্যেই। ট্রাম্প জানান, তিনি আশা করেন এ বছরের শেষের মধ্যে আমেরিকার যাতে চলে আসবে করোনা ভাইরাসের ভ্যাকসিন।
তবে আশঙ্কার কথা হল প্রতিদিনই মার্কিন মুলুকে কখনও ১৫০০, কখনও ২০০০ বা তার বেশি মানুষের মৃত্যু ঘটছে। আক্রান্ত প্রতিদিন অসংখ্য। যুক্তরাষ্ট্র কোন অন্ধকারের দিকে ছুটছে তা ভেবে শিউরে উঠছে বিশ্বের বাকি দেশগুলি।
যুক্তরাষ্ট্রে পরেই মৃত্যুর তালিকায় রয়েছে ইতালি, ব্রিটেনের মত বিশ্বের প্রথম সারির দেশগুলি। সারা বিশ্ব জুড়ে এই ভাইরাস প্রাণ কেড়েছে আড়াই লাখেরও বেশি মানুষের, আক্রান্ত হয়েছেন ৩৫ লাখের বেশি মানুষ। পরিস্থিতি এগুচ্ছে ভয়ংকরের দিকে।