দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ রানা (২৩) নামে এক মাদক ও অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর এলাকার বিলের ভেতর থেকে তাকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় রানার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে সিরাজনগর গ্রামের মহরম মন্ডলের ছেলে।
দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, দৌলতপুর থানা পুলিশের একটি টিম সিরাজনগর এলাকায় টহলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ও অস্ত্র ব্যবসায়ী রানা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশও তাকে ধাওয়া দেয়। একপর্যায়ে রানা পাশের বিলের ভেতর জঙ্গলে বেঁধে পড়ে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করতে উদ্যত হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। রানার বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।