গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন “সুরসুরি বাজার সংলগ্ন নফরকান্দি গ্রামের জনৈক সোনাউল্লাহর বাড়ীর সামনে পোড়াদহ হইতে সুরসুরি বাজারগামী পাকা রাস্তার উত্তর পাশের” হতে আসামী ১। মোঃ সুজন আলী (২২), পিতা-মোঃ সলেমান, সাং-বাঁশবাড়িয়া, ২। মোঃ রিপন আলী (২৮), পিতা-মৃত মুক্তার আলী, সাং-নওদা আজমপুর, উভয় থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াদ্বয়ের নিকট হতে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ০৩টি মোবাইল ও ০৪টি সিমকার্ডসহ গ্রেফতার করেন। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মিরপুর থানায় মামলা দায়ের হয়েছে।
Posted in সমগ্র জেলা
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার
August 4, 2019