অনলাইন ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১ হাজার ৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৪৩৯ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭ জনে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম।
করোনায় আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র (২,৬৮৭)। এরপর রয়েছে দিল্লি (১,৫৬১), তামিলনাড়ু (১,২০৪), রাজস্থান (৯৬৯) ও মধ্যপ্রদেশ (৭৩০)।
এদিকে, দেশটিতে লকডাউনের মেয়াদ আগামী ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।