মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে নতুন আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা রোগে আক্রান্ত ব্যক্তির বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামে।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, শুক্রবার কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত মোট ২২ টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ২১ জন নেগেটিভ ও ১ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
উল্লেখ্য, মেহেরপুরে জেলায় মোট ৪৬৫ টি করোনা ভাইরাসের প্রাপ্ত রিপোর্টে মধ্যে ৭ টি পজেটিভ, ৪৫৮ নেগিটিভ। এর মধ্যে মুজিবনগর উপজেলার ব্র্যাক কর্মী করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। ভরপাড়া গ্রামের ইদ্রীস আলী শাহ মৃত্যুবরণ করেছেন।