অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ফলে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৮ লাখ ৭৮ হাজার ছাড়ালে। শনাক্ত ২ কোটি ৭৬ লাখের বেশি মানুষ।
দিনের সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ভারত। দেশটিতে প্রাণহানি ১ হাজার ছাড়িয়েছে। ফলে ভারতে মোট মৃতের সংখ্যা প্রায় ৭০ হাজার। ১ হাজারের কাছাকাছি মৃত্যুতে দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ৯২ হাজারের বেশি।
অন্যদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে নতুন করে সাড়ে ৮শ’ মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে মেক্সিকোয় প্রাণহানি ৬৬ হাজার ছাড়িয়েছে।