চুয়াডাঙ্গা প্রতিনিধি : ঘরে থাকার সরকারি নির্দেশনা কিছুতেই মানছে না চুয়াডাঙ্গার মানুষ। হাট-বাজার, রাস্তাঘাটে মানুষের ভিড় থাকছে সারাদিন।
এদিকে, এ অবস্থা সামাল দিতে জেলা প্রশাসন প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে। বিনা কারণে বাইরে আসায় জরিমানাও করা হচ্ছে। শনিবার সারাদিনে সরকারি নির্দেশ অমান্য করায় ৭১ জনকে ৯৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার রাত পর্যন্ত জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন জানান, প্রতিদিনই চলছে ভ্রাম্যমান আদালত। সরকারি নির্দেশ অমান্য কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিনা কারণে কেউ বাইরে এলে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হচ্ছে।