কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত শুক্রবার উপজেলার নন্দনালপুর ইউনিয়নের চড়াইকোল বোর্ড অফিসের সামনে অসুস্থ অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় এক গ্রাম পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন জানান, সকালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ না থাকলেও করোনা নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।