অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায় এক নারীর আচরণ কপালে চিন্তার ভাঁজ ফেলল পুলিশের। রাস্তায় বেরিয়ে মুখে মাস্ক নেই কেন জানতে চাওয়ায় পৌর ভলান্টিয়ারদের বেধড়ক পেটালেন ঐ নারী। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। যেখানে হাওড়া জেলায় কঠোরভাবে লকডাউন পালনের জন্য জনতাকে আবেদন করছে প্রশাসন, সেখানে এক নারীর নির্বুদ্ধিতার উদাহরণ দেখে অবাক স্থানীয়রা।
জানা গেছে, হাওড়া থানা এলাকার কালীবাবুর বাজার এলাকার বাসিন্দা সারিকা মাইতি নামে ওই নারী রবিবার বাজারে এসেছিলেন। তার মুখে মাস্ক ছিল না। স্থানীয় নারী পৌর ভলান্টিয়াররা তাকে মাস্ক না পরে বের হননি কেন জানতে চাইলে তার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এরপরই ঐ নারী হামলা চালান তাদের উপর। নারীর বক্তব্য, প্রয়োজনীয় জিনিস কিনতেই বাজারে এসেছিলেন তিনি। কিন্তু মাস্ক ব্যবহার করার কথা বলতেই বাধে ঝামেলা। হাতাহাতি চরমে পৌঁছনো পর স্থানীয়রা এসে পরিস্থিতি সামাল দেন। এরপর হাওড়ার থানার পুলিশ এসে মহিলাকে আটক করে নিয়ে যায়।সূত্র :সংবাদপ্রতিদিন