সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার এক পিএসআই করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এছাড়া ৬ জন পুলিশকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনায় আক্রান্ত হবার উপসর্গ দেখা দেয়ায় তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ সদস্য পুলিশ লাইনসে বিশেষভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পিএসআই এর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। এছাড়া বাকি সদস্যদের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল আসলে জানা যাবে কেউ আক্রান্ত কিনা।